মো: আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় লৌহ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ইটাগাছা এলাকায় এঘটনায় ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোকলেছুর রহমান খোকন (৫৩) পলাশপোল এলাকার মৃত সারদার আলী মোড়লের পুত্র।
নিহতের ভাই আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে তিনি বাঁকাল এলাকা থেকে শহরের দিকে আসার পথে একটি ইজিবাইক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার মৃত্যু হয়। নিহত মোকলেছুর রহমান ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। তিনি লৌহ শীট (প্লেট) এর ব্যবসা করতেন। খোকন ট্রেডার্স নামে একটি লৌহের দোকান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।