Breaking News

সাত ক্যাটাগরিতে আইজিপি পুরস্কৃত নেত্রকোণা জেলা পুলিশ

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক :  অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সাতটি ক্যাটাগরিতে  আইজিপি থেকে পুরস্কিত হলেন  নেত্রকোণা জেলা পুলিশ। গত

জুন ২০২৩ এ গুরুত্বপূর্ণ আভিধানিক কর্মকাণ্ড ও মাদক উদ্ধারের জন্য  আইজিপি থেকে নেত্রকোনা  জেলা পুলিশকে  সাতটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

পুরস্কৃত আভিযানিক কর্মকাণ্ড ও মাদক উদ্ধারে সফলতা গুলো হলো:

১. কলমাকান্দা থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।

২. দুর্গাপুর থানা কর্তৃক ১০২ বস্তা ভারতীয় চিনি সহ ০৩(তিন)জন চোরাকারবারি গ্রেফতার।

৩. নেত্রকোণা মডেল থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত গরু ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার এবং আসামি গ্রেফতার।

৪. জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম),নেত্রকোণা কর্তৃক অবৈধভাবে আনায়নকৃত ভারতীয় পণ্যসহ ০২ (দুই)জন গ্রেফতার।

৫.কলমাকান্দা থানা পুলিশ কর্তৃক ১০৭(একশত সাত) বোতল ভারতীয় মদসহ আসামী গ্রেফতার।

৬. পূর্বধলা থানা পুলিশ কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

৭. বারহাট্টা থানা কর্তৃক আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার।

আইজিপি মহোদয় কর্তৃক পুরস্কৃত হয়ে জেলা পুলিশ নেত্রকোণার সদস্যরা আরো বেশি আন্তরিক এবং নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত হবেন বলে মনে করেন জেলা পুলিশ ।

জেলা পুলিশ, নেত্রকোণার পক্ষ হতে আইজিপি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান  । সূত্র : পুলিশ  মিডিয়া  নেত্রকোনা।

About Sak Shadi Masum

Check Also

পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪

নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *