স্টাফ রিপোর্টারঃ পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ফরিদুজ্জামান রিফাত, বর্তমান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল-২ সেমিস্টার-১(ডিভিএম-৬০) এর শিক্ষার্থী,২১ ব্যাচের। সে গতকাল রাত আনুমানিক ১০.৩০ মিনিটে শ্যামগঞ্জ – বিরিশিরি মহা সড়কে ফাজিলপুর বাজারের কাছেই ট্রাক সি এন জি সংঘর্ষে নিহত হয় জানা যায় নেত্রকোনার পূর্বধলা থানাধীন আগিয়া ইউনিয়নের জটিয়াবর উকুয়াকান্দা গ্রামের মোঃ আঃ ছাত্তার মেম্বারে বড় ছেলে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজার নামাজ জুম্মা নামাজ পর নিজ বাড়িতে পড়ানো হবে।
