স্টাফ রিপোর্টারঃ ৫০লাখ টাকার মালামাল উদ্দার করেছে কোতোয়ালী থানা পুলিশ, এ সময় ০৪ জনকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম রিয়াজউদ্দীন বাজার থেকে।
রবিবার ( ০৯ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহিদুল কবির।
গ্রেফতার কৃতরা হলেন, (১) মোঃ শওকত ( ৩৫) , (২) মোহাম্মদ হাসান (৩৫). (৩) মোঃ আলম (৪৮). (৪) মোঃ রাসেল গাজী(৩০).
মামলাটি তদন্ত কর্মকর্তা এস আই মোশারফ হোসেন বলেন, গত ২৫ জুন নবী ইলেকট্রিক স্টোরে ৪৯ লাখ ১৭ হাজার ৩০০ টাকার মালামাল চুরির ঘটনার দোকানে থাকা সিসি টিভির ক্যামেরা ফুটেজ দেখে বাদী সাহাজাত হোসেন মোঃ শওকতকে (৩৭) সনাক্ত করেন।
০৫ জনের বিরুদ্দে কোতোয়ালী থানায় মামলা করা হয়।