Breaking News

৭৫ বছর বয়সী বৃদ্ধার ৬৩ হাজার টাকা উদ্ধার করল নেত্রকোনা পুলিশ

স্টাফ রিপোর্টার: নেত্রকোনা মডেল থানাধীন আমতলা ইউনিয়ন এর ঝগড়াকান্দা গ্রামের ফাতেমা ১৩ বছর ধরে সড়কের পাশে মানবেতর জীবনযাপন করছেন অসহায় ৭৫ বছরের বৃদ্ধা ফাতেমা আক্তার। পথচারীদের দেওয়া খাবার ও অর্থে বেঁচে আছেন তিনি। ফাতেমা আক্তার কে নিয়ে গত ১৪/১১/২০২৩ ইং তারিখ ৭১ টিভি নিউজের মাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের। পুলিশ সুপার  তাৎক্ষণিক বিষয় টি তদন্ত করে সমাধানের নির্দেশ দেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক কে। অফিসার ইনচার্জ  ৫নং আমতলা ইউনিয়ন বিট অফিসার মোঃ সোহেল রানা কে তদন্তের নির্দেশ দিলে তদন্ত কালে জানা যায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা ফাতেমা আক্তারের বাড়ি উপজেলার বায়রাউড়া গ্রামে। ছোট বেলায় মাকে হারানের পর সৎ মায়ের কাছে জায়গা হয়নি ফাতিমা ও তার বোনের। মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবন চলতো তাদের। কিছুদিন পর ছোটবোনকে ঝগড়াকান্দা গ্রামে বিয়ে দিয়ে তিনিও সেখানে থেকে যান। একসময় তার বোনজামাই সহ অন্য আত্মীয়রা ফাতিমার কাছে টাকা ধার নেয়। আর পাওনা টাকা চাইলেই মারধর করতো তারা যা সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে বিভিন্নজনদের কাছ থেকে ৬৩০০০(তেষট্টি) হাজার টাকা উদ্ধার করা হয়। গত ০৬/১২/২০২৩ ইং নেত্রকোনা মডেল থানার  অফিসার ইনচার্জ জনাব মোঃ লুৎফুল হক  ঘটনাস্থলে গিয়ে অসহায় বৃদ্ধা ফাতিমা আক্তারের নিকট উদ্ধার কৃত ৬৩০০০(তেষট্টি) হাজার টাকা বুঝিয়ে দেন। টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্বাবলম্বী সংস্থার কোহিনুর আক্তার ও একাত্তর টিভির প্রতিনিধি সুব্রত সাহা সুমন।

About Sak Shadi Masum

Check Also

পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪

নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *